প্রতিষ্ঠা-বার্ষিকী ও বিজয়ের মাস উপলক্ষে প্রতিযোগিতার ফলাফল


আসসালামু আলাইকুম প্রিয় বইয়ের আলো পাঠশালাবাসী । কনকনে এই শীতের রাতে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন ।

গত মাসে আমাদের গ্রুপ কর্তৃক আয়োজন করা হয় বিজয়ের মাসকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা । উক্ত প্রতিযোগিতাতে আপনাদের সবার অংশগ্রহন দেখে আমাদের হতে হয়েছিল আশাক্ষুণ্ণ । তবুও যারা অংশ নিয়েছিলেন তাদের সবার মেধা ও মনন দেখে আমরা আবেগে সত্যিই আপ্লুত ও বিমুগ্ধ । আমাদের ইচ্ছে করে সবাইকে পুরস্কৃত করি । কিন্তু সেটা আমাদের সামর্থ্যের বাইরে । তবুও আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যে অনুযায়ী পুরষ্কার বাড়িয়ে দেওয়ার । এখনো যারা বিজয়ী হতে পারেননি তাদের সামান্য কিছু ত্রুটি ছিল চেষ্টা করুন ইনশাল্লাহ সামনে ভালো করবেন । বিচারকদের সেরা খুঁজে বের করতে হিমশিম খেতে হয়েছে এতটাই ভালো ছিল কিছু কিছু লেখা ও আর্ট । কিন্তু বিজয়ীতো নির্ধারণ করতেই হবে । তাই চলুন দেখে নেই এবারের বিজয়ীদের তালিকা -
 
 

 
 
♦️গল্প ক্যাটাগরি থেকে বিজয়ী:
 
- সাইফুল্লাহ হক
- ফাতেমা ইসমাইল কেয়া
- জেসিকা আর্থার 
 
♦কবিতা ক্যাটাগরি থেকে বিজয়ী:
 
- মুহাম্মদ উসমান
- মাসুদ রানা তাসিন 
 
♦️ছবি অংকন ক্যাটাগরি থেকে বিজয়ী:
 
- মাহমুদা ইয়াসমিন
- সাদিয়া ইসলাম
- তানজিলা
- বরকত উল্লাহ
 
♦️আবৃত্তি ক্যাটাগরি থেকে বিজয়ী
 
- শানিন হক
- সমর্পিতা সম
 
চিত্রাঙ্কনগুলো বিচারকদের এতই ভালো লেগেছে যে আমরা কাউকেই আশাহত করিনি তাই এই ক্যাটাগরিতে একজনের জায়গায় চারজনকে নেওয়া হয়েছে । বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত তাই সেটাই আশা করি সবাই মেনে নিবেন । বিজয়ীদের অনেক অনেক অভিনন্দন । আপনাদের পুরস্কার সময়মতো পৌঁছে দেয়া হবে । আমরা এডমিন প্যানেল আপনাদের সাথে যোগাযোগ করবো ।
ধন্যবাদ সবাইকে । বইয়ের আলো পাঠশালার সাথেই থাকুন । খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোন প্রতিযোগিতা নিয়ে ।
 
এছাড়া কেউ তাদের লেখা সৃষ্টিগুলো গ্রুপ থেকে আশা করি ডিলিট করবেন না কারণ সেরা লেখাগুলো অতি শীঘ্রই বাছাই করে বই প্রকাশ করা হবে । 
 
হ্যাপি গ্রুপিং । ❤️❤️
❤️
বি. দ্র: ভুল ক্রমে আগের পোস্টটা ডিলিট হয়ে গেছে তাই আবার করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন