যেভাবে বইয়ের আলো পাঠশালার সদস্য হবেন
বইয়ের আলো পাঠশালার ভ্রাম্যমাণ ইউনিটের সদস্য হয়ে যেকেউ প্রতি সপ্তাহে ১টি করে বই ধার নিয়ে পড়তে পারবেন। নিজ এলাকা, বাসা ও ক্যাম্পাস থেকে নিতে পারবেন বই ধার বইভাই থেকে। বই পৌঁছে দিবে আপনার বাসায়, এলাকায় অথবা ক্যাম্পাসে বইভাই।
বইয়ের আলো পাঠশালা'র সদস্য হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফরম পূরণ করে জমা দিতে হবে বইয়ের আলো পাঠশালা বইভাই হতে সংগ্রহ করে। বই সুরক্ষার জন্য সাধারণ সদস্যদের জামানত ১০০ অথবা বিশেষ সদস্য হওয়ার জন্য জামানত দিতে হবে ২০০ টাকা। সাধারণ সদস্য'রা সর্বচ্চ ২০০টাকা মূল্যের একটি বই প্রতি সপ্তাহে ধার নিতে পারবে। বিশেষ সদস্যরা সর্বচ্চ ৪০০ টাকা মূল্যের একটি বই ধার নিয়ে পড়তে পারবে। মাসিক ফী মাত্র - ১০ টাকা (ঐশ্চিক)।
জামানতের টাকা ফেরতযোগ্য। সদস্যপদের মেয়াদ শেষ হলে জামানত টাকা সদস্য'কে ফেরত দেয়া হবে।
নিচের লিংক থেকেও সদস্য ফরম ও নীতিমালা সংগ্রহ করতে পারেন --
https://drive.google.com/file/d/1ETxddKJPgJtd25rD_nVPraRCeD6OAiye/view?usp=sharing
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন