পূর্ণ হলো ১ বৎসর বইয়ের আলো পাঠশালার


 

বইয়ের আলো পাঠশালার কার্যক্রম ২০১৯ সালের অক্টোবর থেকেই চালু হলেও আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু হয় ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে। এর কারণ টা একটু ভিন্ন। সবাই যখন বুদ্ধিজীবীদের শ্রদ্ধায় নানান আয়োজন করবে, আমরা তখন বইয়ের আলো পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো তাঁদের স্মরণে। বুদ্ধিজীবীদের স্মরণেই আমাদের এই পাঠশালা কর্মসূচি ১৪ই ডিসেম্বর ২০১৯ করা হয়। তারা তো বই পড়েই বুদ্ধিজীবী হয়েছে। আমাদের লক্ষ বর্তমান প্রজন্ম'কে বইয়ের আলোয় আলোকিত করা। প্রথমদিকে পুরো রংপুর জেলা যুক্ত করা হলেও পরবর্তীতে আমরা শুধু রংপুর শহরকেই যুক্ত করি। এরপর এটিকে প্রতিটা ক্যাম্পাসে যুক্ত করা হয়। তারপরই শুরু হলো কোভিড-১৯। কার্যক্রম .১ মাসের জন্য বন্ধ করা হয়। প্পরবর্তী থেকে এখন অবধি খুবই সীমিত পরিসরে চালু আছে স্কুল কলেজ ও ভার্সিটি ক্যাম্পাসগুলি বন্ধ থাক-প্রতিষ্ঠানগুলি-প্রতিষ্ঠানগুলি চালু হলে আমাদের কার্যক্রম পুরোপুরি ভাবেই শুরু হবে ইনশাআল্লাহ্‌।
 
আজ ১ বছর পূর্ণ হলো বইয়ের আলো পাঠশালার ভ্রাম্যমাণ ইউনিটের। সামনে অনেক লক্ষ। আশাকরি সকলে পাশে থাকবেন। এই গ্রুপের সাথেই থাকবেন। আমরা পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়তে চাই বই ভঁরা ব্যাগ নিয়ে।
 
বিজয়ী দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের অফিশিয়াল পাবলিক গ্রুপে চলছে প্রতিযোগিতা। সকলের অংশগ্রহণ কামনা করছি।
সামনে আমরা পথশিশুদের নিয়ে কাজ করবো। আমাদের লক্ষ;
 
"পথশিশুদের ঘারে ময়লা ভরা বস্তা নয়,
ঘারে চাই বই ভঁরা ব্যাগ"
 
আমরা জানি, তাঁদের ঘারে শুধু বই তুলে দিলেই হবেনা। বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। অর্থের প্রয়োজন। পুষ্টির প্রয়োজন। সেগুলো নিয়েই আমরা আগে ভাববো।
বইয়ের আলো পাঠশালা একদিন সমাজসেবা মূলক কর্মসূচিও শুরু করবে ধিরে ধিরে ইনশাআল্লাহ্‌।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন