বইমূখী জাতি গড়ার লক্ষে রংপুরে গড়ে উঠে ভ্রাম্যমাণ পাঠাগার ও জ্ঞানচর্চা কেন্দ্র বইয়ের আলো পাঠশালা। গোটা রংপুরের যেকেউ সদস্য হয়ে বইয়ের আলো পাঠশালার বইভাই থেকে সপ্তাহে ১টি করে বই ধার নিয়ে পড়তে পারে। এছাড়াও অন্যান্য অনেক কার্যক্রম আছে জ্ঞান চর্চার জন্য বইয়ের আলো পাঠশালা'র।