বইয়ের আলো পাঠশালায় বর্তমানে যেসকল কার্যক্রম চালু আছে -
- বইধার কর্মসূচি।
- অনলাইন বই আলোচনা গ্রুপ।
- পাঠক আড্ডা।
- বিভিন্ন প্রতিযোগিতা।
- বিশেষ বিশেষ দিনে প্রতিযোগিতা।
ভবিষ্যৎ লক্ষ -
- বইয়ের আলো পাঠশালা হতে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ।
- পথশিশুদের নিয়ে কাজ করা।
- অনলাইন পাঠক আড্ডা।
- বইধার কর্মসূচিকে সারা দেশে পদার্পন করা।
- বইমূখী জাতি গঠনে শক্তভাবে কাজ করা।
- প্রতিটা শিক্ষা-প্রতিষ্ঠান থেকে বইভাই গড়ে তোলা।
- মানবতামূলক সকল কার্যক্রম।
আমাদের লক্ষ ও উদ্দেশ্য -
বইয়ের আলো পাঠশালার মূল লক্ষ হলো বইমূখী জাতি গঠনের লক্ষে কাজ করা। আগামী প্রজন্ম জেনও বইয়ের আলোয় আলোকিত হতে পারে, প্রত্যেকে জেন বই পড়তে শিখে এটাই আমাদের মূল লক্ষ। এছাড়াও আমরা কাজ করব পথশিশুদের নিয়ে, তাদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষে ও এক সময় আমরা মানবতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ্।
আমাদের সার্থ্য -
বইয়ের আলো পাঠশালা সম্পূর্ন একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের এতসব কার্যক্রমের ফলে অনেকের প্রশ্ন জাগতে পারে আমাদের সার্থ্য কি এতে? আমার নিজেরই বন্ধুমহল থেকে এমন প্রশ্ন অনেক অনেক পেয়েছি। তারা বলে যেখানে নিজের কোনো সার্থ্য নেই সেই কাজের কি প্রয়োজন! আমরা কোন সার্থ্যে এত কিছু করছি? প্রকৃত পক্ষে আমাদের যে সার্থ্য নেই তা একদমই ভুল। আমরাও আমাদের সার্থ্যের জন্যই কাজ করছি। তবে আমাদের সার্থ্য একটাই - আমরা আলোকিত জাতি পাবও, আমরা বই পড়ুয়া জাতি পাবও, আমরা মুক্তচিন্তার মানুষ পাবও। আমাদের মাধ্যমে একজন পথশিশু যদি শিক্ষার আলো দেখতে পারে। সেই আলোয় আলোকিত হয় - তাতেই আমাদের আনন্দ। আর এই আনন্দ পাওয়ার জন্যই আমরা কাজ করছি। আমি মনে করি এর চেয়ে বড় সার্থ্য অন্য কোনোটি হতে পারেনা।
সৈয়দ মুজতবা আলী তার বই পড়া প্রবন্ধে বলেছিলেন; "বিশ্বে এমন কোনো দেশ নেই যে দেশ বইয়ের মর্যাদা করে না, শুধুমাত্র বাংলাদেশ ব্যাতিত।" সত্য সত্যই এদেশে বইয়ের মর্যাদা নেই। আমাদের দেশের পরিবার ও অধিকাংশ শিক্ষকের মন্তব্য, একাডেমিক বই ব্যাতিত অন্য কোনো বই পড়লেই নাকি সেগুলো ফালতু বই পড়া হলো! আসলেই কি তাই? বই কিনে নাকি টাকার অপচয় হয়! অথচ মুজতবা তার একই প্রবন্ধে বলেছিলে, "বই কিনে কেউ দেওলিয়া হয় না"। আমি স্বপ্ন দেখি - একদিন আমাদের এই বাংলাদেশের প্রতিটি মানুষ বইয়ের মর্যাদা বুঝবে। বই পড়তে শিখবে। কোনো ছেলেমেয়েকে লুকিয়ে লুকিয়ে বই পড়তে হবেনা - পরিবারের ভয়ে কিংবা শিক্ষকের ভয়ে।
- নাজির হোসেন
মানুষে কি চায়- উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে।- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন