বইয়ের আলো পাঠশালা
২০১৯ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের সরণে রংপুর'কে বইয়ের আলোয় আলোকিত করার লক্ষে বইয়ের আলো পাঠশালা নামের একটি ভ্রাম্যমাণ পাঠশালা'র কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে এর নাম বইখোর রাখার কথা ছিল এবং রাখাও হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই নামটি'তে ত্রুটি ধরা পরলে এর পরিবর্তে বইয়ের আলো পাঠশালা রাখা হয়। প্রতিষ্ঠাকালে প্রতিষ্ঠাতা একাই এই কার্যক্রম শুরু করেন প্রথম দিকে। দশ জনের সদস্য নিয়ে শুরু হয়েছিল বইয়ের আলো পাঠশালা। বর্তমানে এর সদস্য সংখ্যা অনেক।
বইয়ের আলো পাঠশালা থেকে যেকেউ সদস্য হয়ে বই ধার নিয়ে পড়তে পারে। সদস্য'রা বই নিতে পারে নিজের বাসা, এলাকা, ক্যাম্পাস থেকে। বইয়ের আলো পাঠশালা সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠাতা
রংপুর নগরীর খটখটিয়া নামক এলাকায় জন্মেছেন তিনি। পেশায় একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র। বই পড়ার অভ্যাস শৈশব থেকেই যখন থেকে তিনি পড়তে শিখেছেন। স্বপ্নবিলাসী একজন। স্বপ্ন দেখতে, লিখতে ও ঘুরতে ভালোবাসেন তিনি।
সহকারী -
উপদেষ্ঠা -
আব্দুল্লাহ আল সুমন
আব্দুল্লাহ-আল-সুমনের জন্ম ২৫শে ফেব্রুয়ারি ১৯৮৫ সালে নাটোর জেলার লালাখাল থানার ওয়ালিয়া গ্রামে। পেশায় একজন শিক্ষক ও লেখক। বর্তমানে তিনি কক্সবাজার ডিসি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। তিনি পদার্থ বিজ্ঞানে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন
প্রকাশিত বই সমূহ
১. ফেসবুক ফ্রেন্ড-মুখবন্ধু - ২০১৩
২. মুখবন্ধু রহস্য - ২০১৫
৩. মাধ্যমিক গাণিতিক পদার্থবিজ্ঞান
৪. অশরীরী - ২০১৭ (উপন্যাস)
৫. ডায়েরির পাতা - ২০১৮ (গল্প সমগ্র)
৬. অঙ্গার - ২০২০ (গল্প সমগ্র)
৭. লেখক - ২০২১ (উপন্যাস)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন