#বইয়ের_আলো_পাঠশালা_বিজয়ের_মাস_উপলক্ষে_প্রতিযোগিতা
আসসালামু আলাইকুম আমাদের প্রিয় সদস্যবৃন্দ । নভেম্বর মাস জুড়ে আমরা আয়োজন করেছিলাম অণুগল্প প্রতিযোগিতা । যার ফলাফল ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি । বিজয়ীদের অর্জিত পুরস্কার খুব শীঘ্রই তাদের হাতে পৌঁছে যাবে ।
এরপরে আমরা ভেবেছিলাম এ মাসে আর নতুন কোনো প্রতিযোগিতা দিব না কিন্তু পরে ভেবে দেখলাম বিজয়ের মাস যেহেতু তাই আমরা চাইলেই আপনাদের জন্য একটু ভিন্ন রকম একটা আয়োজন করতে পারি । ডিসেম্বর যেহেতু আমাদের বিজয়ের মাস, তাই মুক্তিযুদ্ধ ও বিজয় নিয়েই থাকবে আমাদের এবারের আয়োজন । এই আয়োজনের থাকবে পাঁচটা ক্যাটাগরি ।
১/ কবিতা
২/ গল্প
৩/ চিত্রাঙ্কন
৪/ কবিতা আবৃত্তি
#কবিতা
★ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও দেশপ্রেম ভিত্তিক কবিতা হতে হবে । কবিতা অবশ্যই স্বরচিত হতে হবে ।
★ কবিতার লাইন ২০-৩০ এর মধ্যে হতে হবে।
#গল্প
★ মুক্তিযুদ্ধ, বিজয় ও দেশপ্রেম ভিত্তিক গল্প হতে হবে । গল্প অবশ্যই স্বরচিত হতে হবে ।
★ সর্বোচ্চ ৩০০-৫০০ শব্দের গল্প দিতে পারবেন ।
★ পোস্টের শুরুতে গল্পের শব্দ সংখ্যা উল্লেখ করতে হবে । কিছু শব্দ কমানো বাড়ানো যাবে যেমন পাঁচ কিংবা দশটা শব্দ ।
#চিত্রাঙ্কন
★ মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন দেশপ্রেম ভিত্তিক ও স্বাধীনতার পূর্বে ও পরের বাংলার প্রকৃতির চিত্র আঁকতে পারবেন ।
★ ছবির সাথে মানানসই সুন্দর একটা ক্যাপশন দিতে হবে।
#আবৃত্তি
★ মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি করতে হবে। আবৃত্তি ভিডিও আকারে প্রকাশ করতে হবে।
★ভিডিওর লিমিট অবশ্যই ৩-৫ মিনিটের মধ্যে হতে হবে।
★ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগানো যাবে। #পোস্ট_করার_নিয়ম
★ উপরের ট্যাগ ব্যবহার করার পরে যে ক্যাটাগরিতে অংশ নিবেন তার ট্যাগ দিতে হবে যেমন: #বিষয়_কবিতা / বিষয়_গল্প / ইত্যাদি ইত্যাদি.....
★ লেখকের নাম - (অবশ্যই একাডেমিক যেটা দেওয়া সেটা বাংলায় লিখতে হবে ।
★ পোস্ট এপ্রুভ হবার পর ইডিট করা যাবে না । করলে বাতিল করা হবে ।
★ একজন প্রতিযোগি একাধিক ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন। কিন্তু এক ক্যাটাগরিতে বিজয়ী হলে অন্য ক্যাটাগরি থেকে বাতিল করা হবে।
★ লেখা পোস্ট করা যাবে- ১০/১২/২০২০ ইং হতে ৩১/১২/২০২০ ইং তারিখ রাত ১২.০০টা পর্যন্ত । যা অবশ্যই মনে রাখবেন -
★ বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিতে হবে । তবে লাইক কমেন্ট ও মানের দিক বিবেচনা করেই বিজয়ী নির্বাচন করা হবে । লাইক কমেন্ট এর মার্কস পেতে নিজের বন্ধুদের মেনশন করতে পারেন কিংবা পোস্ট শেয়ার করতে পারেন যেকোনো জায়গায় ।
★ রিয়েল আইডি থেকে পোস্ট করতে হবে । প্রতিযোগিতায় পোস্টগুলো হতে প্রতি বিভাগে সেরা ১ জনকে বিজয়ী নির্বাচন করা হবে । আর পুরস্কার দেওয়া হবে বই । পোস্টটি শেয়ার করে সবাইকে জানার ও এই পোস্টে মেনশন করে অন্যদের অংশগ্রহণ করার সুযোগ করে দিন । শুভ কামনা রইলো সবার জন্য । আয়োজনে, বইয়ের আলো পাঠশালা
অংশগ্রহণ করার গ্রুপ লিংক -->
https://www.facebook.com/groups/boieralogroup
গ্রুপে জয়েন করতে নিচে ক্লিক করুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন